নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)–এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।গত শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর চর কালিকাপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, দেওয়ানগঞ্জ পৌর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি নূর মোহাম্মদ। তিনি বলেন, “কেন্দ্রীয় বিএনপি কোষাধ্যক্ষ জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবের নির্দেশে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ২৭ নম্বরে কৃষকদের অধিকারের কথা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচি তারই বাস্তব প্রতিফলন।”এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: কৃষকদল দেওয়ানগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিপন দেওয়ান,সহ-সভাপতি সাইফুল ইসলাম, রতন দেওয়ান,সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,দপ্তর সম্পাদক খোকন,সহ-দপ্তর সম্পাদক মিলটন,ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,এবং কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ।কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে প্রায় পাঁচ শতাধিক ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।উক্ত উদ্যোগটি এলাকার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।