নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল শনিবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন-দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব। মানববন্ধনে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন বলেন -“একজন সন্ত্রাসীর বিরুদ্ধে যদি সাংবাদিকের কলম ওঠে আর তার পরিণতিতে যদি সেই সাংবাদিককে প্রাণ দিতে হয়—এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। একইভাবে, একজন অপরাধীর বিরুদ্ধে কলম ধরার অপরাধে যদি সাংবাদিককে মৃত্যুবরণ করতে হয়, তবে তা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর লজ্জার বিষয়।” তিনি আরোও বলেন -গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সরকারের উদ্দেশে বলেন দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।মানববন্ধনে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজাদ বলেন -একজন সন্ত্রাসী তিনি সমাজের অপরাধী আর অপরাধীর অপরাধ উম্মোচন করাই সাংবাদিকের দ্বায়িত্ব। আর এই দ্বায়িত্ব পালন করতে গিয়ে যদি মরতে হয় এর চেয়ে দুঃখ জনক আর কি হতে পারে ।সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ডিটিভি নিউজের সম্পাদক মীর প্লাবন লাভলু বলেন,“আমাদের দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখতে গেলে যদি মামলা খেতে হয়, প্রাণ হারাতে হয়—তাহলে সাংবাদিকতার উৎসাহ কোথায় থাকে? আমি শুধু একটাই কথা বলবো—সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে যদি সন্ত্রাসীরা ভেবে থাকে যে সাংবাদিকেরা আর কলম ধরবে না, তবে তারা মারাত্মক ভুল করছে। সাংবাদিকের কলম কখনো অন্যায়ের পক্ষে নয়, সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখবে। কারণ এ দেশের সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। আমরা কাউকে ভয় পাবো না, আমরা অপরাধীর শত্রু। ভয়কে জয় করে দেশের মানুষের কল্যাণে আমাদের কলম চলতেই থাকবে।” এছাড়াও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর ই ইলাহী,সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর,কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাজিদ। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, শামীম মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।