1. khusiakter01624@gmail.com : ডিটিভি নিউজ 0.2 : ডিটিভি নিউজ 0.2
  2. info@www.dtvnews02.online : ডিটিভি নিউজ 0.2 :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চমবারের মতো “নেপাল-বাংলাদেশ অ্যাওয়ার্ড – ২০২৫” পেলেন চুকাইবাড়ীর বাদল ভাই জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে চর কালিকাপুরে কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি বেলতলি বাজারে মারিয়াম ইসলাম হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে গরু বিক্রির টাকা প্রতারণার ৩ মাস পর পুলিশের হস্তক্ষেপে ফিরলো ন্যায্য পাওনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরবাসীসহ সর্বস্তরের মেহনতি ও শ্রমজীবী মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা শোকবার্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ বাজারে নিরাপত্তাহীনতা ও মালিক সমিতির নিষ্ক্রিয়তা: ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা

সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল শনিবার দুপুরে প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন-দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব। মানববন্ধনে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন বলেন -“একজন সন্ত্রাসীর বিরুদ্ধে যদি সাংবাদিকের কলম ওঠে আর তার পরিণতিতে যদি সেই সাংবাদিককে প্রাণ দিতে হয়—এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। একইভাবে, একজন অপরাধীর বিরুদ্ধে কলম ধরার অপরাধে যদি সাংবাদিককে মৃত্যুবরণ করতে হয়, তবে তা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর লজ্জার বিষয়।” তিনি আরোও বলেন -গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সরকারের উদ্দেশে বলেন দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।মানববন্ধনে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজাদ  বলেন -একজন সন্ত্রাসী তিনি সমাজের অপরাধী আর অপরাধীর অপরাধ উম্মোচন করাই সাংবাদিকের দ্বায়িত্ব। আর এই দ্বায়িত্ব পালন করতে গিয়ে যদি মরতে হয় এর চেয়ে দুঃখ জনক আর কি হতে পারে ।সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের  হত্যাকারীদের এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ডিটিভি নিউজের সম্পাদক মীর প্লাবন লাভলু বলেন,“আমাদের দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখতে গেলে যদি মামলা খেতে হয়, প্রাণ হারাতে হয়—তাহলে সাংবাদিকতার উৎসাহ কোথায় থাকে? আমি শুধু একটাই কথা বলবো—সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে যদি সন্ত্রাসীরা ভেবে থাকে যে সাংবাদিকেরা আর কলম ধরবে না, তবে তারা মারাত্মক ভুল করছে। সাংবাদিকের কলম কখনো অন্যায়ের পক্ষে নয়, সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখবে। কারণ এ দেশের সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। আমরা কাউকে ভয় পাবো না, আমরা অপরাধীর শত্রু। ভয়কে জয় করে দেশের মানুষের কল্যাণে আমাদের কলম চলতেই থাকবে।” এছাড়াও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর ই ইলাহী,সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর,কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাজিদ। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, শামীম মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট