নিজস্ব প্রতিবেদক:মীর প্লাবন লাভলু দেওয়ানগঞ্জ,জামালপুর।
দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ১৫ আগস্ট ( গত শুক্রবার) বাদ এশা দলীয় কার্যালয়ে গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান সঞ্চয়। তিনি তার বক্তব্যে বলেন—দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার প্রতীক। তার আপোসহীনতার কারণেই ১৫ বছরের ফ্যাসিস্ট হটাও আন্দোলন বেগবান হয়েছে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম চালিয়ে গেছেন। এই জাতি দেশনেত্রীকে সারাজীবন মনে রাখবে।তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকেও দলীয় নেতা-কর্মীদের বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান সুমন। তিনি দেশনেত্রীর সুস্থতা কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁর সুদৃঢ় নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আমিরুল ইসলাম আমীর, যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল (সঞ্চালক),রঞ্জু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক পৌর স্বেচ্ছাসেবক দল,জিয়াউল হক বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল.মাহমুদুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল,শহিদুর রহমান তপু, সাবেক সদস্য সচিব কলেজ ছাত্রদল,সিয়ামুজ্জামান হৃদয়, সদস্য উপজেলা যুবদল,উসমান গণি উজ্জ্বল, সাবেক যুগ্ম আহ্বায়ক কলেজ ছাত্রদল,তৌহিদুল ইসলাম তুহিন, সভাপতি কলেজ ছাত্রদল,আহসান আসিফ, সাধারণ সম্পাদক কলেজ ছাত্রদল,দোয়া পরিচালনা করেন মো. সোলাইমান খন্দকার। অনুষ্ঠান শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।