নিজেস্ব প্রতিবেদন: মীর প্লাবন লাভলু,দেওয়ানগঞ্জ,জামালপুর।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা আহ্বায়ক জনাব জয়নাল আবেদীন জয়নাল ও সদস্য সচিব জনাব মাজেদুল ইসলাম বাদল এর স্বাক্ষরে গত ২৯ আগস্ট ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি হয়েছেন মোঃ আতিকুর রহমান আতিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবু সাঈদ। এছাড়াও কমিটির সুপার ফাইভ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: রফিকুল ইসলাম,সহ-সভাপতি: বায়েজিদ হোসেন শাকিল,সাংগঠনিক সম্পাদক: মোঃ আকরাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম।কমিটির কয়েকজন সদস্য জানান, এতে ত্যাগী ও নির্যাতিত কর্মীরাই স্থান পেয়েছেন। কেউ দ্বিমত পোষণ করেনি, বরং ডাংধরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে।