নিজস্ব প্রতিবেদক: মীর প্লাবন লাবলূ,দেওয়ানগঞ্জ,জামালপুর।
দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, বুধবার দলীয় কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে কর্মসূচি অনুযায়ী দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে মাছ অবমুক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ সাদা,সিনিয়র সহ-সভাপতিবাবু শ্যামল চন্দ,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, এ কে এম মুছা যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি,সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ হাবিব পলিন,পৌর বিএনপির সভাপতি জনাব মঞ্জুরুল হক মঞ্জু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান সাজু,দপ্তর সম্পাদক আল-আমিন বিন উমর। অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে উপস্থিত ছিলেন:উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন ও ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলালউদ্দিন আল মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন জয়নাল ও সদস্য সচিবমাজেদুল ইসলাম বাদল,পৌর যুবদলের আহ্বায়কদেওয়ান আলতাফ ও ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়কফারুক আহম্মেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মাহমুদ ও সদস্য সচিব তোফিকুল ইসলাম সুজন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমীরুল ইসলাম আমীর,পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল ও সদস্য সচিব রাকিবুল ইসলাম সানী,এছাড়াও উপজেলা ও পৌর কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল, তাতীদলসহ বিএনপির নেতৃবৃন্দ।মাছ অবমুক্তকরণের পর সকলে মিলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মোরাদ।