
জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এভালুয়েশন উইং-এর পরিচালক প্রফেসর কাজী আবু কাইয়ুম শিশির।এ সময় উপস্থিত ছিলেন জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।এরপর প্রফেসর কাজী আবু কাইয়ুম শিশির দেওয়ানগঞ্জ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, প্রফেসর কাজী আবু কাইয়ুম শিশিরের ব্যক্তিগত উদ্যোগে ভবন নির্মাণ কাজের সূচনা হয়েছে, যা শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় প্রফেসর কাজী আবু কাইয়ুম শিশির বলেন, উপজেলার আরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবনের প্রয়োজন রয়েছে, সেসব প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে আগ্রহী।