
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌর শাখা জাসাসের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি জনাব মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদ হাবিব পলিন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জাসাসের সাধারণ সম্পাদক জনাব রতন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রফিকুল প্রধান, সিনিয়র সহ-সভাপতি ফজলু শেখ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আকন্দ, উপজেলা জাসাসের সমাজকল্যাণ সম্পাদক সুরুজ্জামান চিরু, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ জাসাস, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপত্বিত করেন পৌর জাসাসের সভাপতি হেলাল উদ্দিন।আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ আসনের মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের নির্বাচনী প্রচারণা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।