
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।একই সঙ্গে জাতীয় পার্টির একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে:জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১. এম. রশিদুজ্জামান মিল্লাত – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২. আলহাজ্ব নাজমুল হক সাঈদী – বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩. আব্দুর রঊফ তালুকদার – ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনয়নপত্র বাতিল:নানা ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী একে ফজলুল হক-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন ঘোষিত আইন ও বিধিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।