
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম এবং সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন (ফুলষ্টপ)-কে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মঞ্জু হোসেন এবং ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলাউদ্দিন আল মামুন-এর যৌথ স্বাক্ষরে নতুন দায়িত্বভার প্রদান করা হয়।এ সিদ্ধান্ত অনুযায়ী, মোঃ লিটন-কে ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি এবং মোঃ রাছেল শেখ-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।