দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকার ২নং ওয়ার্ড পশ্চিম চুনিয়াপাড়ায় এক ব্যতিক্রমী ভালোবাসা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মোতালেব কমিশনারের দ্বিতীয় ছেলে মোঃ রাছেল তাঁর ভাতিজা নাজমুলকে ভালোবেসে বিশেষ উপহার হিসেবে একটি হিরো মোটরসাইকেল উপহার দিয়েছেন।উপহার প্রদানকালে মোঃ রাছেল নাজমুলকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তিনি বলেন, সৎ ও সঠিক পথে চলতে হবে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং জীবনে হারাম-হালাল বেছে চলতে হবে। এসব আদর্শ মেনে চললেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।উপহার পেয়ে নাজমুল আবেগাপ্লুত হয়ে আনন্দ প্রকাশ করেন এবং তাঁর চাচার দেওয়া উপদেশগুলো মন থেকে মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দেন।এ ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা ও ভালোবাসার এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।